নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জের তাড়াশে জন বসতিপূর্ণ এলাকায় মুরগীর খামার গড়ে তুলে পরিবেশ দূষনের অভিযোগ উঠেছে তারিফুল ইসলাম নামের এক দন্ত চিকিৎসকের বিরুদ্ধে। এর প্রতিকার চেয়ে পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, র্যাব-১২, উপজেলা নির্বাহী কর্মকর্তা, তাড়াশ থানা ও ইউপি চেয়ারম্যান বরাবর অভিযোগ দাখিল করেছেন ওই দন্ত চিকিৎসক তারিফুলের সহদর ভাই শরিফুল ইসলাম। পরিবেশ দূষণের ঘটনাটি ঘটেছে উপজেলার নওগাঁ ইউনিয়নের কালিদাসনীলী গ্রামে।
অভিযোগ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, জন বসতিপূর্ণ এলাকায় গড়ে তোলা দন্ত চিকিৎসক তারিফুলের ওই মুরগীর খামারের বিষ্ঠার দূর্গন্ধ, মাছি ও খামারে জন্ম নেয়া পোঁকা-মাকরের উপদ্রপে আশেপাশের পরিবেশ দূষিত হয়ে উঠেছে। খামার সংলগ্ন বাড়ি গুলো বস বাসের অনুপযোগী হয়ে পড়েছে। পাশের বাড়ি গুলোতে অতিকষ্টে বসবাস করা শিশু, বৃদ্ধসহ নানা বয়সের লোকজন ডায়রিয়া, আমাশয়সহ নানাবিধ রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন।
এ ব্যাপারে অভিযোগকারী শরিফুল ইসলামসহ ওই গ্রামের একাধিক লোক বলেন, নিয়ম বহিরভর্’ত ভাবে জন বসতিপূর্ণ এলাকায় গড়ে ওঠা পরিবেশ দূষণকারী ওই মুরগীর খামারটি অভিলম্বে বন্ধ করা হোক।
খামারের মালিক তারিফুল ইসলাম বলেন, বর্তমান লালন-পালন করা মুরগীর চালান শেষ হলে খামারটি বন্ধ করে দেয়া হবে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মজনু বলেন, তারিফুলের ওই মুরগীর খামারটি জন বসতিপূর্ণ এলাকায়। যা জন স্বাস্থের জন্য হুমকী স্বরুপ। তাই খামারটি বন্ধ হওয়া জরুরী।
অভিযোগের বিষয়ে সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম বলেন, বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। সরেজমিনে তদন্ত পূর্বক ঘটনার সত্যতা পেলে প্রয়োজণীয় ব্যবস্থা গ্রহন নেয়া হবে।
এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান জানান, পরিবেশ অধিদপ্তরের সাথে কথা বলে জন বসতিপূর্ণ এলাকায় গড়ে ওঠা ওই মুরগীর খামারটি বন্ধ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রকাশক ও সম্পাদকঃ ইভান শাহরিরায় চৌধুরী তাশদিক, বার্তা সম্পাদকঃ এফ, এম, শামসুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৭১, মতিঝিল, ঢাকা-১০০০।
All rights reserved © 2019 deshbortoman.com