নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় র্যাব-১২ এর অভিযানে ১০৮ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সিরাজগঞ্জ র্যাব ১২ সদর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপঙ্কর ঘোষ শুক্রবার সকালে এক পিএস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মীদের জানান। গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল ৩টা ১৫ মিনিটে র্যাব-১২, সদর কোম্পানির একটি দল রামারচর এলাকায় সোহাগ ভাই হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে রাজশাহী জেলার পুঠিয়া থানার চক জামিরা গ্রামের মোঃ লালন (২৭) কে আটক করে।
অভিযানে তার কাছ থেকে ১০৮ গ্রাম হেরোইন, একটি মোবাইল ফোন ও নগদ ১,৫৫০ টাকা জব্দ করা হয়।
র্যাব জানায়, আসামি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-১২ জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদকঃ ইভান শাহরিরায় চৌধুরী তাশদিক, বার্তা সম্পাদকঃ এফ, এম, শামসুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৭১, মতিঝিল, ঢাকা-১০০০।
All rights reserved © 2019 deshbortoman.com