মোঃ জিপরুল হোসাইন নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জের তাড়াশে সরাপপুর মোংলাগাড়ী সুফলভোগী পুকুরের জাল দলিল তৈরী ও রাতের আধারে মাছ ধরে নেয়ার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে মাধাইনগর ইউনিয়নের কৃষ্ণাদীঘি বাজারে ওই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত কর্মসূচি পালন করে ওই পুকুরের সুফলভোগী নারী- পুরুষ সদস্যরা।
ওয়ার্ড বিএনপির সভাপতি আছাব আলীর সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন, সুফলভোগী সদস্য সাইদুর রহমান, চায়না খাতুন, হেলেনা খাতুন,আলহাজ্ব আলী, অর্জুন কুমার, এলাকাবাসীর পক্ষে ওয়ার্ড বিএনপির সভাপতি আছাব আলী, সাংগঠনিক রুহুল আমীন, সাবেক ছাত্রনেতা মো. রাশিদুল ইসলাম রাসু প্রমুখ।
বক্তরা বলেন, সরাপপুর গ্রামের বাসিন্দা আলামিন, আবুল কালাম ও আশরাফ আলী ঘাটু ওই এলাকার ভূমি দস্যুদের সাথে আতাত করে সরাপপুর মোংলাগাড়ী সুফলভোগী পুকুরের জাল দলিল তৈরী করে। পরে গত মঙ্গলবার রাতের অন্ধকারে তারা ওই পুকুরের মাছ ধরে নেয়। এতে ওই পুকুরের সুফলভোগীদের প্রায় ১৩ লক্ষ টাকার মাছ ধরে নিয়েছে বলে সমাবেশে সুফলভোগীরা জানান।
প্রকাশক ও সম্পাদকঃ ইভান শাহরিরায় চৌধুরী তাশদিক, বার্তা সম্পাদকঃ এফ, এম, শামসুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৭১, মতিঝিল, ঢাকা-১০০০।
All rights reserved © 2019 deshbortoman.com