নিজস্ব প্রতিবেদকঃ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইমরান এইচ সজিবের উদ্যোগে "মানবতার আহবান" নামে একটি মানবিক কর্মসূচি উদ্বোধন করা হয়।
শুক্রবার বিকেলে তাড়াশ পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় ছাত্রদলের নেতা- কর্মীদের সাথে নিয়ে ওই কর্মসূচির উদ্বোধন করেন ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইমরান এইচ সজিব।
জানা যায়, ইমরান এইচ সজিব মানব সেবার মানসিকতায় টিউশনির টাকায় ৬ টি ঝুড়িতে শুকনো খাবার রেখে তাড়াশ পৌর সদর বাজারের ৬ টি দোকানের সামনে স্থাপন করেন। শুকনো খাবারের মধ্যে থাকবে বিস্কুট, চানাচুর, পাওয়ারুটি, কলা, কেক, চকলেটসহ বিভিন্ন প্রকার খাবার। যেখান থেকে অসহায় দরিদ্র ক্ষুদার্ত মানুষ বিনামূল্যে ওই শুকনো খাবার গুলি নিয়ে খেতে পারবেন ইচ্ছে মতো। এ খাবার রাখার ঝুড়ির সংখ্যা ক্রমান্বয়ে বাড়তে থাকবে বলে তিনি জানান।
ইমরান এইচ সজিব বলেন, "ফ্যাসিস্ট হাসিনাকে বিতারিত করার পর থেকেই আমরা জিয়াউর রহমানের আদর্শে গড়া ছাত্রদলের কর্মী হিসেবে তাকে অনুসরণ করে সমাজের বিভিন্ন স্তরের মানুষের জন্য কাজ করে যাচ্ছি। ফ্যাসিষ্ট হাসিনা পলানোর পর থেকে দেশের অস্থিতিকর পরিবেশে যখন আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনেরা নিরাপত্তাহীনতায় ছিলো তখন আমি আমার বড় ভাই তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক শেখসাদী সোহাগের পরামর্শে টানা ১১ দিন তাড়াশে সবগুলো মন্দির পাহারা দিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করি। এভাবেই সমাজের জন্য, সমাজের মানুষের জন্য ভালো হয় এমন কাজ গুলো করে যাওয়ার চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় আমার টিউশানির টাকা জমিয়ে ছাত্রদলের ছোট ভাইদের সাথে নিয়ে"মানবতার আহবান" নামের একটি কর্মসূচি গ্রহন করেছি। বেশ উৎসাহও পাচ্ছি। দরিদ্র, অসহায় যে কেউ এখান থেকে খাবার নিতে পারবেন। আমি আহবান জানাই তাড়াশের স্বাবলম্বী- বিত্তবান মানুষদের প্রতি , আপনাদের চা-নাস্তার খরচ থেকে সামান্য কিছু খরচ বাঁচিয়ে সামান্য কিছু খাবার এই ঝুড়িতে রেখে যাবেন, যেন আপনার উছিলায় অসহায় মানুষ খেতে পারে। এ কর্মসূচির মাধ্যমে আহবান জানাই, দেশ গঠনে দলীয় বা গ্রুপিং নিন্দা চার্চার প্রতিযোগীতা বাদ দিয়ে আমরা ভালো কাজের প্রতিযোগীতা করলে দেশ এগিয়ে যাবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ বিনির্মান হবে ইনশাআল্লাহ।
এ কর্মসূচি উদ্বোধনে তাড়াশ উপজেলা ছাত্রদলের নেতা- কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ ইভান শাহরিরায় চৌধুরী তাশদিক, বার্তা সম্পাদকঃ এফ, এম, শামসুল ইসলাম, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৭১, মতিঝিল, ঢাকা-১০০০।
All rights reserved © 2019 deshbortoman.com