নিজস্ব প্রতিবেদকঃ
সিরাজগঞ্জের তাড়াশে নেতা-কর্মী ও সমর্থকদের বিপুল উৎসহ-উদ্দীপনার মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে হ্যালী প্যাড মাঠে এক আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি স. ম আফসার আলী, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল, যুবদলের সাবেক আহবায়ক এফএম শাহ আলম, সদস্য সচিব রাজিব আহম্মেদ মাসুম, উপজেলা ছাত্র দলের আহবায়ক শাহাদত হোসেন প্রমূখ। বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিক দল, কৃষক দল, মৎস্য জীবিদলসহ তৃণমূল পর্যায়ের সকল অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।