প্রীতু রাজশাহী:
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দল রাজশাহী জেলা ও মহানগর শাখার উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) নগরীর তালাইমারী মোড়ে আরডিএ ভবনে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।
রাজশাহী জেলা শাখার সভাপতি মোঃ তুহিন দিপুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ জনি হোসেন সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এস.এম মহসিন হাবিব, সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটি।
কর্মীসভায় প্রধান অতিথি বলেন, জুলাই আন্দোলন কারো বাবার নয়, জুলাই আন্দোলন বাংলাদেশের সকল জণগণের। জুলাই আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে লড়াই করেছে, তেমনি তারুণ্যের অহংকার তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জাতীয়তাবাদী প্রজন্ম দল আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বিশেষ অতিথি কর্মীসভার আয়োজক সাবেক ছাত্রনেতা শহিদুলসহ সবাইকে ধন্যবাদ জানান।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর শাখার সহ-সভাপতি মোঃ নাহিদ হোসেন মিনাল।
অনুষ্ঠানে বক্তারা জাতীয়তাবাদী আদর্শ ও সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন। নেতারা বলেন, তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে এ ধরনের কর্মী সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা পাবনা জেলা বিএনপির আহবায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দলের প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব ভার্চুয়ালি বক্তব্য প্রদান করেন। এসময় বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য প্রদান করেন।