• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
তাড়াশ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেনির বিদায় অনুষ্ঠান তাড়াশে খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে দোয়া ও কর্মী সমাবেশ তাড়াশে পুকুরের মাছ ধরা নিয়ে সংঘর্ষ আহত ৩০ তাড়াশে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত তাড়াশে কারিতাসের নেটওয়ার্কিং, লবিং এবং সমন্বয় বিষয়ক মতবিনিময় সভা রাজশাহীতে চাঁদার দাবিতে বাসায় ঢুকে নারীকে শ্লীলতাহানি ও মোটরসাইকেল চুরির অভিযোগ তাড়াশে সাবেক এমপি আব্দুল আজিজের মামা মুঞ্জিল তালুকদার গ্রেফতার বন্ধ করার দাবী এলাকাবাসীর তাড়াশে জন বসতিপূর্ণ এলাকায় তারিফুলের মুরগীর খামার দূষিত হচ্ছে পরিবেশ ছড়াচ্ছে নানা রোগ ব্যাধী তাড়াশে লক্ষ্মী নারায়ণ গোপাল বিগ্রহ মন্দিরের সম্পত্তি জোর করে দখল প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন তাড়াশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

ময়মনসিংহে ৩ প্রতারক ও সীম বানানোর কারিগর গ্রেফতার

admin / ৬৪ টাইম ভিউ
আপডেট: শনিবার, ২২ মার্চ, ২০২৫

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ

তথ্য প্রযুক্তির মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে মানুষের আঙ্গুলের ছাপ ব্যবহার করে মৃত ব্যক্তিদের মোবাইল সীম রেজিষ্ট্রেশন ও ব্যবহার করে লাখ লাখ টাকা প্রতারণাকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানা পুলিশ। গত (২০ মার্চ ২০২৫) রাতে নগরীর গোহাইলকান্দি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোবাইলের সীম তৈরি, ফিঙ্গার হিটার, মেশিন, বায়োমেট্রিক স্ক্যানার, তিন শতাধিক নকল সীম উদ্ধার করে।

এ ঘটনায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি মোঃ সফিকুল ইসলাম খান (২২ মার্চ) শনিবার এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। ওসি জানান, গতবৃহস্পতিবার (২০মার্চ) রাত ১০ টা ৫০ ঘটিকায় গোপন সংবাদে ভিত্তিতে কতিপয় ব্যক্তিরা গোহাইলকান্দি এলাকায় তথ্য প্রযুক্তির মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে মানুষের আঙ্গুলের ছাপ ব্যবহার করে মোবাইল সীম রেজিষ্ট্রেশন করে অন্যত্র বিক্রি ও প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। এ সংবাদের ভিত্তিতে কোতোয়ালী পুলিশের একটি শক্তিশালী টিম, শুক্রবার মধ্যরাতে গোহাইলকান্দি তিনকোনা পুকুরপাড়ে অভিযান চালায়। অভিযানে হাফিজুল ইসলাম প্রিন্সকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত প্রিন্সের স্বীকারোক্তি মত, ঐ রাতেই পুলিশ প্রিন্সকে সাথে নিয়ে ইটাখোলা থেকে আজিজুল হক ও তানভীর রহমান কাব্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদেরকে সাথে নিয়ে শুক্রবার দিনভর টানা অভিযান চালিয়ে গোহাইলন্দির একটি বাসা থেকে মোবাইলের সীম তৈরি, ফিঙ্গার হিটার, মেশিন, বায়োমেট্রিক স্ক্যানার, তিন শতাধিক নকল সীম উদ্ধার করে। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে, ল্যাপটপ তিনটি, মোবাইল সাতটি, ফিঙ্গার হিটার মেশিন তিনটি, ফিঙ্গার বায়োমেট্রিক স্ক্যানার, বায়োমেট্রিক ফিঙ্গার স্ক্যানার আটটি, ফিঙ্গার ছাপা যুক্ত নেগেটিভ ৩০ পিস, ফিঙ্গার প্রিন্ট ব্যবহার করার রাবার, গ্রামীন সীম ৩০০ পিস, সাদা কাগজে প্রিন্ট করা বিভিন্ন ব্যক্তির এনআইডি নাম্বার সহ ১৫ পাতার তালিকা, একটি মোবাইল ট্যাব।

এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা নং-৮৬, তারিখ-২১/০৩/২০২৫, ধারা- বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১ (সংশোধনী/২০১০) এর ৩৫(২)/৫৫(৭)/৭৪ দায়ের হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক সাজেদ কামাল প্রতারকচক্রের অন্যান্য সদস্যদের সনাক্তকরণে অধিকতর জিজ্ঞাসাবাদে সাতদিনের রিমান্ড চেয়ে আসামিদের শনিবার আদালতে পাঠিয়েছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর