নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জের তাড়াশে সরকারি ও বেসরকারি সংস্থার (জিও-এনজিও) কর্মকর্তাদের মধ্যে নেটওয়ার্কিং, লবিং এবং সমন্বয় জোরদার করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভার আয়োজন করে বাংলাদেশ কারিতাস রাজশাহী বিভাগ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান।
অনুষ্ঠানে পত্মীতলা এরিয়ার টিসিআরপি প্রকল্পের ফিল্ড এনিমেটর মি.সলোমন হাঁসদা’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আপেল মাহমুদ, মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা নাসরিন, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহমেদ, টিসিআরপি প্রকল্পের কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক এনিমেটর মিস লিনা বিশ্বাস, আঞ্চালক পরিচালক ড. আরোক টপ্য, জুনিয়র কর্মসূচি কর্মকর্তা মি. আগষ্টিন রাতিয়া নুনিয়া প্রমূখ।
সভায় কারিতাস প্রতিনিধিগণ বিভিন্ন সামাজিক ও উন্নয়ন মূলক কার্যক্রম, শারীরিক ও মানুষিক প্রতিন্ধিদের কৃত্রিম হাত-পা সংযোজন, ট্রাইসাইকেল বিতরণ, শ্রবণ যন্ত্র প্রদান, স্বাস্থ্যসেবা, পুষ্টিকর খাবার সরবরাহ এবং নিরাপদ মাতৃত্বে আর্থিক সহায়তাসহ নানা কর্মসূচির চিত্র সভায় তুলে ধরেন।