নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জের তাড়াশে নানা আয়োজনে যুব দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
আয়োজনের মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা,এতিম শিশুদের খাবার বিতরণ,ফ্রী মেডিকেল ক্যাম্প ও বৃক্ষ রোপন কর্মসূচি। মঙ্গলবার সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন যুব দলের নেতা কর্মীরা র্যালি নিয়ে বরই তলাতে জমায়েত হয়। পরে দুপুরে উপজেলা যুব দলের সদস্য সচিব রাজিব আহমেদ মাসুমের নেতৃত্বে তাড়াশ পৌরসভার দলিল লেখক সমিতির বরইতলা থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর বরই তলাতে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক মিলন খান,শুকুর মির্জা, রুহুল আমিন প্রমুখ। পরে শতাধিক এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। এরপর বিকেলে ফ্রী মেডিকেল ক্যাম্প ও বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করা হয়।