নিজস্ব প্রতিবেদকঃ
“পার করেছি আঠোরো, পেরিয়ে যাব পাহাড়ও” – এই প্রত্যয়ী স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে ব্র্যাকের স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান ২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে। ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেল্প) এর উদ্যোগে মঙ্গলবার সকালে ব্র্যাক-তাড়াশ কার্যালয়ের হল রুমে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান। কিশোরীদের জীবনযাত্রার মান উন্নয়ন ও তাদের ক্ষমতায়নের লক্ষ্যে আয়োজিত এই গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে ১৮ বছর পূর্ণ হওয়া কিশোরীদের নিয়ে আসা হয়েছে এক বিশেষ বার্তা।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাক দেনা সমন্বয়ক রইসউদ্দিন, ডেপুটি ম্যানেজার সেলপ মোঃ মমতাজ,এলাকা ব্যবস্থাপক-দাবি জলিলুর রহমান, এলাকা ব্যবস্থাপক সিঙ্গার খাতুন, সেল্প ডেক্স অফিসার ছালমা আক্তার,সিও খাদিজা খাতুন প্রমূখ।
বক্তারা কিশোরীদের ১৮ বছর পূর্ণ করার তাৎপর্য এবং তাদের ভবিষ্যৎ পথে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আত্মবিশ্বাস ও আইনি সুরক্ষার গুরুত্ব তুলে ধরেন। স্বপ্নসারথি কর্মসূচির মাধ্যমে কিশোরীরা যে শিক্ষা ও দক্ষতা অর্জন করেছে, তা তাদের সমাজের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে বলে আশা প্রকাশ করা হয়।
উক্ত অনুষ্ঠানের মাধ্যমে ৯৮ জন ১৮ বছর পূর্ণ হওয়া কিশোরীকে আনুষ্ঠানিক ভাবে গ্র্যাজুয়েশন দেওয়া হয়।