নিজস্ব প্রতিবেদকঃ
সিরাজগঞ্জের তাড়াশ পৌর সভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে সকলের নিকট দোয়া চেয়েছেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক, সাবেক ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও তাড়াশ প্রেসক্লাবের সাহিত্য ও সংস্কৃতিক সম্পাদক মো. শুকুর মির্জা।
বুধবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে তিনি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পুজায় বিভিন্ন পুজা মন্ডপ ঘুরে দেখেন। এ সময় তিনি তাঁর সামর্থ অনুযায়ী শারদীয় দূর্গা পুজাকে আরো উৎসবমুখর ও আনন্দ ঘন করার জন্য মন্ডপে মন্ডপে আর্থিক অনুদান প্রদান করেন।
পুজা মন্ডপ পরিদর্শন কালে তিনি বলেন, বাংলাদেশে সংখ্যা লঘু বলতে কিছু নেই। আমরা সবাই বাংলাদেশী। আমরা বিএনপি পরিবারের সদস্য। আমাদের প্রতীক ধানের শীষ। আগামী পৌর সভার নির্বাচনে আমি
৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। তিনি তাড়াশ পৌর শহরের ৬ টি পূজা মন্ডপ পরিদর্শন করেন। পরিদর্শন কালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালনের বিষয়ে খোঁজখবর নেন এবং সকল প্রকার সহায়তার আশ্বাস দেন তিনি।
তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে হিন্দুধর্মালম্বীদের শারদীয় দূর্গা পুজার শুভেচছা ও অভিনন্দন জানান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন, তাড়াশ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাসান মির্জা, যুগ্ম আহবায়ক রিন্টু মির্জা, যুবদলের সদস্য রয়েল মির্জা, শাহিন মির্জা প্রমূখ।